রবিবার, অক্টোবর ৫, ২০২৫
spot_img
Homeমুল পাতাসংবাদ সংগ্রহকালে ২ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর

সংবাদ সংগ্রহকালে ২ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরীর জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন এখন টিভির চট্টগ্রাম অফিস প্রধান হোসাইন জিয়াদ এবং ক্যামেরাপার্সন পারভেজ রহমান।

রোববার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিট ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, নগরীর আকবর শাহ ও সীতাকুণ্ড থানাধীন দুর্গম জঙ্গল সলিমপুর এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে দুদিন ধরে সংঘর্ষ ও গোলাগুলি চলছে। দখল-বেদখল ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘটিত এ সংঘর্ষে একজন নিহত এবং ১০/১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি।

এদিকে রোববার সংবাদ সংগ্রহ করতে গেলে এখন টেলিভিশনের চট্টগ্রাম অফিস প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন পারভেজের ওপর হামলা চালায় ১৫/২০ জন সন্ত্রাসী।

আহত সাংবাদিক পারভেজ রহমান জানান, তাদের মেরে রক্তাক্ত করা হয়েছে। তাদের ক্যামেরা ভেঙে ফেলা হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়্যালিটি ওয়ার্ডে ভর্তি করে।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার দাবি জানান।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়