বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫
spot_img
Homeচট্টগ্রামবান্দরবানে একই পরিবারের ৫ জনকে হত্যা, গ্রেফতার ২২

বান্দরবানে একই পরিবারের ৫ জনকে হত্যা, গ্রেফতার ২২

প্রাইম ডেস্ক »

বান্দরবানের রুমা উপজেলার গ্যালেংগা ইউ‌নিয়নের আবু পাড়ায় একই পরিবারের পাঁচজনকে কু‌পিয়ে হত্যার ঘটনায় জড়িত ২২ জনকে গ্রেফতার করেছে রুমা থানার পু‌লিশ। শুক্রবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- রুইতু ম্রো, ইংচং ম্রো, মাংজং ম্রো, ক্রংপং ম্রো, পা‌সিং ম্রো, ক্রংতন ম্রো, ক্রাতপং সিংচাং ম্রো, রিংয়ং ম্রো, ইজাং ম্রো, থনলক ম্রো, পা‌লে ম্রো, ক্লাংসাই ম্রো, মেন‌প্রে ম্রো, খং‌প্রে ম্রো, কাইং প্রে ম্রো, মেনরাও ম্রো, মেনয়া ম্রো, খনতন ম্রো, মেনয়ং ম্রো, চাংরাও ম্রো, থংওয়াই ম্রো ও মেনপং ম্রো।

তারা সবাই রুমার গ্যালেংগা ইউ‌নিয়‌নের পান্তলা মৌজার আবু পাড়ার বা‌সিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জুম চাষের জন্য জঙ্গল কাটা নিয়ে পাড়াবাসীদের সঙ্গে ওই পরিবারের বিরোধ চলে আসছিল। শুক্রবার ভোরে দুই গ্রুপের বাগবিতণ্ডার জেরে দেশীয় অস্ত্র নিয়ে পাড়া প্রধান লংরুই ম্রোসহ পরিবারের ওপর হামলা চালায় পাড়াবাসীরা। এতে ঘটনাস্থলে লংরুই ম্রো ও তার বড় ছেলে রুংথুই ম্রো মারা যান। বাকিদের হাসপাতালে নেয়ার পথে মারা যান।

এ বিষ‌য়ে রুমা থানার ওসি (তদন্ত) কাজী রা‌কিব উ‌দ্দিন লাশ উদ্ধার ও আটকের বিষয়‌টি নি‌শ্চিত করে বলেন, ২২ জনকে গ্রেফতার করা হয়ে‌ছে। সবাই এ হত্যার দায় স্বীকার ক‌রেছেন। তা‌দের বি‌রুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়