প্রাইম ডেস্ক »
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি মাদ্রাসা থেকে এক শিশু শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের আল্লামা শাহ আছিয়র রহমান হেফজখানা ও এতিমখানা থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। নিহত ইফতেখার মালেকুল মুশফি একই ইউনিয়নের ফকিরাখালী এলাকার আব্দুল মালেকের ছেলে।
নিহত আশফির বড় ভাই ইমতিয়াজ মালেকুল মাজেদ জানান, গত পাঁচ মাস ধরে ভাই আশফির ওই মাদ্রাসায় পড়ে। তবে সকালে জানানো হয়, সে নিখোঁজ।
বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ওসি আব্দুল করিম। তিনি জানান, মাদ্রাসার দ্বিতীয় তলায় ওই শিশুর গলাকাটা লাশ পাওয়া গেছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন, সকালে সবক দেয়ার পর থেকে ওই শিশু নিখোঁজ ছিল। এরপর বেলা ১১টার দিকে পুলিশ ওই ছাত্রের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশ পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।