বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫
spot_img
Homeচট্টগ্রামচমেকের সাবেক অধ্যাপক ডা. এএফএম আমিনুল ইসলাম আর নেই

চমেকের সাবেক অধ্যাপক ডা. এএফএম আমিনুল ইসলাম আর নেই

প্রাইম ডেস্ক »

চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক, প্রতিথযশা চিকিৎসক অধ্যাপক ডা. এএফএম আমিনুল ইসলাম আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। রবিবার (৬ মার্চ) দুপুর পৌনে ১টায় নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ৫ কন্যা, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডা. খুরশীদ জামিল চৌধুরী।

ডা. এএফএম আমিনুল ইসলাম মেডিকেল ছাত্রদের কাছে একজন কিংবদন্তীতুল্য শিক্ষক ছিলেন। দেশের মেডিকেল শিক্ষার মানোন্নয়ন এবং সমসাময়িক স্বাস্থ্যসেবার আধুনিকায়নে তাঁর অবদান সর্বজনস্বীকৃত। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদেও অধিষ্ঠিত ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন কলেজে দীর্ঘদিন অধ্যাপনার পর ৮০ দশকের মাঝামাঝি সময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে তিনি অবসরে যান। আগামীকাল সোমবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা এবং বাদ জোহর মীর্জাখিল কুতুবপাড়া মসজিদে দ্বিতীয় নামাজে জানাজার পর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে, এই চিকিৎসকের মৃত্যুতে শোকপ্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ রেড ক্রিসেন্টের ট্রেজারার মোহাম্মদ আবদুস সালাম।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়