প্রাইম ডেস্ক »
কক্সবাজারের টেকনাফে এক কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৩০ হাজার পিস ইয়াবাসহ মোস্তাক আহমদ (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত দেড়টার দিকে পৌরসভার কুলাল পাড়া থেকে তাকে আটক করা হয়। মোস্তাক আহমদ টেকনাফ পৌরসভার কুলাল পাড়া এলাকার মৃত আবুল খায়েরের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, মাদকের চালান মজুদ রাখার গোপন সংবাদের ভিত্তিতে কুলাল পাড়ার একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মোস্তাককে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।