প্রাইম ডেস্ক »
চট্টগ্রাম নগরের চকবাজার থানার ফোর স্টার হোটেল থেকে বুধবার মোস্তাক আহমদ নামের (৩৫) এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে চকবাজার থানা পুলিশ। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে জানা গেছে।
মোস্তাক বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ইউনিয়নের মুস্তার আহমদের ছেলে। তবে হোটেলে তিনি আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন পুলিশ।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান জানান, খবর পেয়ে চকবাজার থানার ফোর স্টার হোটেলের একটি কক্ষ থেকে মোস্তাক আহমেদ নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের কথা বলে ও যাবতীয় তথ্য যাচাই করে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানতে পেরেছি মোস্তাক আহমেদ দীর্ঘদিন ধরে পরকীয়ায় আসক্ত ছিল। এ ঘটনায় একটি অপমৃত্য মামলা দায়ের হয়েছে।