বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
spot_img
Homeচট্টগ্রামএকজন ব্যক্তি একাধিকবার পণ্য কিনতে পারবে না

একজন ব্যক্তি একাধিকবার পণ্য কিনতে পারবে না

প্রাইম ডেস্ক »

সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জহুর হকার মার্কেট পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত ১৫ দোকাানিকে নগদ ৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা অনুদান প্রদান করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

অনুদান প্রদান কালে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আপনার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন শুনে আমাদের দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আপনাদের সহযোগীতায় এগিয়ে এসেছেন। আজ আমিও আসলাম। সাধ্যমতো আপনাদের পাশে দাঁড়ালাম।

এইটাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র শিক্ষা।

মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র একান্ত প্রচেষ্টায় সারাদেশের মত চট্টগ্রামেও সোয়া পাঁচ লাখেরও বেশি পরিবার কার্ডধারী ন্যায্যমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভোগ্যপণ্য পাবেন। বঙ্গবন্ধু কন্যা শক্ত হাতে যেমন রাষ্ট্র পরিচালনা করেন তেমন সাধারণ জণগণের খুটিনাটি খবরও রাখেন।

এই কার্ড প্রদানের কারণে আগে একজন ব্যক্তি একাধিকবার পণ্য ক্রয় করার বা টিসিবি’র ডিলারেরা পণ্য অন্যথায় বিক্রি করে দেওয়ার যে অভিযোগ ছিল সেই ধরনের আর কোন সুযোগ রইলো না।

অনুদান প্রদান কালে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর পুলক খাস্তগীর, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, নগর যুবলীগের সদস্য হেলাল উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন শাহ প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়