রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪
spot_img
Homeচট্টগ্রামসোনাদিয়া দ্বীপ থেকে উদ্ধার দেড়শ রোহিঙ্গা ভাসানচরে

সোনাদিয়া দ্বীপ থেকে উদ্ধার দেড়শ রোহিঙ্গা ভাসানচরে

প্রাইম ডেস্ক »

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপ থেকে উদ্ধার ১৪৯ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে পাঠানো হয়েছে।

মঙ্গলবার ভোরে তিনটি বাসে করে ভাসানচরের উদ্দেশে এসব রোহিঙ্গাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

এর আগে সোমবার বিকালে মহেশখালীর সোনাদিয়া দ্বীপ থেকে এসব রোহিঙ্গাকে উদ্ধার তরে হেফাজতে নেয় পুলিশ।

জিঙ্গাসাবাদে রোহিঙ্গারা পুলিশকে জানিয়েছেন, দালালদের সহযোগিতায় উন্নত জীবনের আশায় মালয়েশিয়ায় যাওয়ার জন্য উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে সোনাদিয়া দ্বীপে জড়ো হয়েছিলেন তারা।

কয়েক দিন আগে থেকেই মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে একটি বড় ইঞ্জিনচালিত নৌকায় তোলে দালাল চক্র। সোমবার দুপুরে মহেশখালীর সোনাদিয়া দ্বীপে রোহিঙ্গাদের নামিয়ে দিয়ে চক্রটি নৌকা নিয়ে পালিয়ে যায়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মহেশখালীর সোনাদিয়া দ্বীপে প্রথমে ১৩৫ জন, পরে রাতে আরও ১৪ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী উদ্ধার এসব রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এসব রোহিঙ্গার মধ্যে ৭৫ জন নারী, ২৩ জন শিশু এবং ৫১ জন পুরুষ।

তিনি আরও জানান, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে দালালরা কৌশলে মালয়েশিয়া নিয়ে যেতে মহেশখালীর সোনাদিয়ায় জড়ো করে এসব রোহিঙ্গাকে। খবর পেয়ে সোনাদিয়া দ্বীপে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে পুলিশ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়