প্রাইম ডেস্ক »
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডায়রিয়া আক্রান্ত হয়েছেন ৯৪ জন। আর চলতি বছরে আজকে রোববার পর্যন্ত চট্টগ্রামে মোট ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪ জন।
বিআইটিআইডি হাসপাতালের মুখপাত্র সহযোগী অধ্যাপক ডা. মামুনুর রশীদ জানান, রোগী খুব বেড়েছে বলা যাবে না। তবে কিছুটা বেড়েছে বলে মনে হচ্ছে। তবে ইনক্রিজিং ট্রেন্ড আছে বলা যায়। সাধারণ সময়ে যে সংখ্যক রোগী ভর্তি হতো, তার চেয়ে হালকা বেড়েছে বলা যায়। তবে পরিস্থিতি ঢাকার মতো নয়। আক্রান্তদের মধ্যে বয়স্ক রোগীর সংখ্যা বেশি। আমাদের হাসপাতালে মাসে ৫০০ থেকে ৬০০ রোগী থাকলে তা স্বাভাবিকই মনে করি।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এপ্রিল-মে মাসে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধির সম্ভাবনা থাকে। তাই প্রতি ইউনিয়নে একটি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচটি করে মেডিক্যাল টিম পুনর্গঠন করে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।