সোমবার, অক্টোবর ৭, ২০২৪
spot_img
Homeচট্টগ্রামমানুষের দুঃখে এগিয়ে যে আসে, সে প্রকৃত মানুষ : নাছির

মানুষের দুঃখে এগিয়ে যে আসে, সে প্রকৃত মানুষ : নাছির

প্রাইম ডেস্ক »

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মানুষের সেবা করতে বিত্তের পাশাপাশি চিত্তের প্রয়োজন। এ সমাজে অনেক বিত্তবান মানুষ আছেন।

তবে মানুষের সুখে দুঃখে এগিয়ে আসেন এমন বিত্তবানের বড়ই অভাব। পবিত্র রমজানে মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াসে কাউন্সিলর শৈবাল দাশ সুমন এলাকাবাসীর মধ্যে ঈদের ভোগ্যপণ্য বিতরণ করছেন। তার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

শুক্রবার জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমনের ব্যক্তিগত উদ্যোগে একটি কমিউনিটি সেন্টারে এলাকাবাসীর মধ্যে ঈদের ভোগ্যপণ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, কার্যকরী সদস্য বেলাল আহমদ, মো. ফারুক চৌধুরী, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম বাবুল, সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, সহসভাপতি হাজি সাহাবউদ্দিন, রঞ্জন রশ্মি বড়ুয়া, ১ নম্বর ইউনিটের সভাপতি মৃদুল দাশ, ৩ নম্বর ইউনিটের সভাপতি জাহাঙ্গীর মোস্তফা, ২ নম্বর ইউনিটের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ ইমু, ৩ নম্বর ইউনিটের সাধারণ সম্পাদক বাবুল দেব রায়, নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, নগর ছাত্রলীগ নেতা প্রকৌশলী সৈকত দাশ, চুয়েট ছাত্রলীগ নেতা মো. রাকিব উদ্দিন চৌধুরী, অনুপম দে, মহানগর তাঁতি লীগ নেতা যীশু কুমার তালুকদার প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে আট শতাধিক মানুষের মধ্যে ঈদের ভোগ্যপণ্য বিতরণ করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়