প্রাইম ডেস্ক »
নগরীর বন্দরটিলা এলাকায় লরিচাপায় রিকশার আরোহী ছেলে ও বাবা নিহত হয়েছেন। আহত হয়েছে আরেক ছেলে। আজ শনিবার বেলা ১১টার দিকে শাহ প্লাজা নামের একটি বিপণিকেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আবু সালেহ (৩৮) ও তার ছেলে আবদুল মোমিন (৫)। আহত অপর ছেলের নাম মাহিত (৪)। তারা বন্দরটিলার আকমল আলী রোডের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশায় আবু সালেহ, তার স্ত্রী ও দুই ছেলে ছিলেন। লরির ধাক্কায় চারজনই সড়কে ছিটকে পড়ে যান। রিকশাটি এতে দুমড়েমুচড়ে যায়। এতে দুজন মারা যান। মাথায় আঘাত পাওয়া মাহিতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আবু সালেহের স্ত্রী ও রিকশাচালক জখম হননি।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল বশর জানান, লরি ও এর চালককে আটক করা হয়েছে।
এডি