প্রাইম ডেস্ক »
সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটের অদূরে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ ৩ জনের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার ৪৮ ঘন্টার মাথায় সন্দ্বীপের বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িরচর থেকে জমজ দুই বোনের একজনকে মৃত উদ্ধার করা হয়।
সন্দ্বীপ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া জানান, শুক্রবার সকাল ৯ টা ৩০ মিনিটের সময় স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ এক শিশুকে উদ্ধার করা হয়।
সন্দ্বীপ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাকির হোসেন জানান, সকাল ১০ টার দিকে কোস্টগার্ড শিশুটিকে সন্দ্বীপ থানার নিকট হস্তান্তর করেন। বয়স আনুমানিক ৫ বছরের শিশুটি জমজ দুই বোনের একজন বলে তিনি জানান।