শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
spot_img
Homeচট্টগ্রামকক্সবাজারে বাসচাপায় প্রাণ গেল প্রকৌশলীর

কক্সবাজারে বাসচাপায় প্রাণ গেল প্রকৌশলীর

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের রামু উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক ডিপ্লোমা প্রকৌশলী নিহত হয়েছেন।

শুক্রবার রাত ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের লাঠি মৌলভীর টেক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গিয়াস উদ্দিন রুবেল রামু উপজেলার কাউয়ারখোপ বাজারের সার ডিলার নাজির হোছাইনের ছেলে।

রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান বলেন, ‘স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রুবেল মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে অজ্ঞাত একটি বাস তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার খবর পেয়ে তুলাবাগান হাইওয়ে পুলিশের একটি দলও ঘটনাস্থলে আসে।’

নিহত রুবেলের পারিবারিক সূত্রে জানা গেছে, রুবেল প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন বাংলাদেশ নামে একটি সংগঠনের রামু উপজেলা শাখার সহ-অর্থ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া, বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। ২ ভাই ও ২ বোনের মধ্যে তিনি ছিলেন বড়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়