প্রাইম ডেস্ক »
গত ৭ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলাকালে চট্টগ্রামের সাতকানিয়ায় সহিংসতায় অস্ত্রধারী দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে জেলার সাতকানিয়া ও নোয়াখালী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গেপ্তার দু’জন হলেন- মো. নিশান ও জয়নাল আবেদীন ওরফে লেদাইয়া।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে।
প্রসঙ্গত, নির্বাচন চলাকালে খাগরিয়ার দুই কেন্দ্রে নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আকতার হোসেন ও সাবেক চেয়ারম্যান মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। দুই ঘণ্টাব্যাপী চলা এই গোলাগুলির ঘটনা শুরুর সময় সকাল সাড়ে নয়টা থেকে আকতার ও জসিম উদ্দিন ইউপি কেন্দ্রে ছিলেন।