বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
spot_img
Homeচট্টগ্রামমহানগরইসকন মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার

ইসকন মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার

শ্রীমন্ নিত্যানন্দ প্রভুর ৫৪৬তম শ আবির্ভাব তিথিতে ইসকন চট্টগ্রাম বিভাগীয় প্রধান কার্যালয় নন্দনকানন শ্রীশ্রী গৌর নিতাই আশ্রম ও শ্রীশ্রী রাধামাধব মন্দিন পরির্দশনে আসেন চট্টগ্রামে নবনিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজিব রঞ্জন।

সহকারী রাষ্ট্রদুতকে অভ্যর্থনা জানান নন্দনকানন ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ পন্ডিত গদাধর দাস ব্রহ্মচারী ও নন্দকানন ইসকন মন্দিরের যুগ্ম সম্পাদক শ্রীমান মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী। রাষ্ট্রদূত শ্রীশ্রী গৌর নিতাই আশ্রম ও শ্রীশ্রী রাধামাধব, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণীকে বিশেষ আরতি প্রদান করে প্রার্থনা করেন ও মন্দিরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে ইসকন নন্দনকানন ২নং গলি শ্রীশ্রী গৌর নিতাই আশ্রমে নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে ভোর সাড়ে চারটায় মঙ্গলারতির মাধ্যমে শুরু হয়ে দিন ব্যাপি কীর্তন মেলা, নিত্যানন্দ মহিমা আলোচনা, শ্রীশ্রী গৌর নিতাই এর মহা অভিষেক, ৩৫০ পদের রাজভোগসহ বিভিন্ন অনুষ্টানমালাসহ সহস্রাধিক ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হয়। মহা অভিষেক পৌরহিত্য করেন শ্রীমান সুবল সখাপ্রেম দাস ব্রহ্মচারী ও শ্রীমান শচীদুলাল প্রেম সাগর দাস ব্রহ্মচারী। মহা অভিষেকে কীর্তন পরিবেশন করেন বিশিষ্ট কীর্তনীয়া ও চাঁদপুর ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ জগদানন্দ পন্ডিত দাস ব্রহ্মচারী। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. রামেন্দু পারিয়াল, শ্রীপাদ তারণ নিত্যানন্দ দাস ব্রহ্মচারী, অকিঞ্চন গৌর দাস ব্রহ্মচারী, অপূর্ব মনোহর দাস ব্রহ্মচারী, নরহরি নিমাই দাস, সত্যতীর্থ দাস , ডা. সূচারু গোপিকান্ত দাস প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়