প্রাইম ডেস্ক »
চট্টগ্রামের পাঁচলাইশ থানার জিইসি মোড় এলাকায় এক বিচারকের ওপর হামলার অভিযোগে রানা মর্তুজা নামে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উপ কমিশনার (ডিসি-উত্তর) মোখলেছুর রহমান।
হামলার শিকার মো. অলি উল্লাহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে চট্টগ্রাম আদালতে কর্মরত। আর হামলাকারী আটক রানা মর্তুজা প্রবাসী বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি নোয়াখালী। তিনি বেড়ানোর জন্য চট্টগ্রামে এসেছিলেন বলে জানা গেছে।
পুলিশ কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, জিইসি মোড়ে ওয়েল ফুডের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় বিচারককে ধাক্কা দেয় রানা মর্তুজার চলন্ত গাড়ি। এর প্রতিবাদ করলে রানা গাড়ি থেকে নেমে বিচারককে ঘুষি মারেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রানাকে আটক করে পাঁচলাইশ থানায় নিয়ে গেছে।