প্রাইম ডেস্ক »
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন,আগামী বছর ডিসি হিলে বসন্ত বরণের অনুষ্ঠান হবে, বোধনই করবে, আমি সেখানে থাকব। ছয় ঋতু নিয়ে উৎসব, বাঙালি সংস্কৃতির যে কোনো আয়োজন এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে যেকোনো অনুষ্ঠান উন্মুক্ত স্থানেই হওয়া উচিত।
সোমবার বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে বোধন আবৃত্তি পরিষদ আয়োজিত বসন্ত বরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিবারের মত এবারও ‘নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে’ শিরোনামে এ উৎসবের আয়োজন করেছে বোধন আবৃত্তি পরিষদ।
উৎসবে ইঞ্জিনিয়ার মোশাররফ আরো বলেন, সিআরবিতে ঢুকতে দিচ্ছে না, গেট করে দিচ্ছে। এটি মেনে নেয়া যায় না। সিআরবির যে পাহাড়, এটা চট্টগ্রামকে আল্লাহ দিয়েছে। সেখানে আমাদের কেন ঢুকতে দেবে না ? এটা হতে পারে না। আমরা ছোট থেকে বড় হয়েছি প্রকৃতির মধ্যে। এই প্রকৃতি নষ্ট করে ফেলা হয়েছে। আমি মিউনিসিপ্যাল স্কুলে পড়তাম, তখন কোর্ট বিল্ডিংয়ের ওখানে পাহাড়ের যে সৌন্দর্য ছিল, সেটিও ভবন বানিয়ে পুরো নষ্ট করে ফেলা হয়েছে। এটা ঠিক করেনি। জায়গাটা অনেক সুন্দর ছিল, আমরা ছোটবেলায় সেখানে খেলতাম। প্রকৃতিকে যে ধ্বংস করে ফেলা হচ্ছে এটা ঠিক না।
তিনি আরও বলেন, চট্টগ্রাম এমন একটি শহর এরকম শহর পৃথিবীর কোথাও সচরাচর দেখা যায় না। এখানে নদী আছে, সমুদ্র আছে, পাহাড় আছে। এরকম প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে শহর খুব কমই দেখা যায়। এই প্রকৃতিকে আমাদের ধরে রাখতে হবে, আমরা এটাকে ধ্বংস করতে পারি না।
বোধন সভাপতি আব্দুল হালিম দোভাষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রণব চৌধুরীর সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন, নাট্য ব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার, প্রশান্ত চক্রবর্তী, সুজিত রায়, বোধন স্কুলের অধ্যক্ষ পারভেজ চৌধুরী, কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল। এর আগে সকালে বসন্ত উৎসব উদ্বোধন করেন ভারতের সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জন।