রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪
spot_img
Homeচট্টগ্রামবন্দর কর্মকর্তার স্ত্রীর ৫ বছরের কারাদণ্ড

বন্দর কর্মকর্তার স্ত্রীর ৫ বছরের কারাদণ্ড

প্রাইম ডেস্ক »

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের একটি মামলায় বন্দরের সাবেক মাস্টার অপারেটর জসিম উদ্দিনের স্ত্রী কোহিনূর বেগমকে ৫ বছরের কারাদণ্ড, ৬ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছর ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সি আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন। এ সময় কোহিনূর বেগম কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ১০ জুলাই কোহিনূর বেগমের বিরুদ্ধে দুদক চট্টগ্রাম কার্যালয় মামলাটি করে। তার বিরুদ্ধে অভিযোগ- তিনি ২০ লাখ ৬৩ হাজার ২২৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করেছেন।

আরও জানায়, ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি কোহিনূর বেগমের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে তদন্ত কর্মকর্তা। একই বছরের ১০ সেপ্টেম্বর উক্ত চার্জশিট আমলে নিয়ে তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

মামলায় আদালতে চার্জশিট দেয়। ২০১৯ সালের ২৮ মে ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। আসামিদের মধ্যে শহীদুল ইসলাম খোকন কারাগারে। বাকিদের মধ্যে তিনজন জামিনে এবং ৯ জন পলাতক

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়