প্রাইম ডেস্ক »
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে দুজনের। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই হাজার ৭৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৬৫ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার পাঁচ দশমিক ৯৩ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল ছয় দশমিক ৩১ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর ১৩৪ জন, সীতাকুণ্ডের চারজন, রাউজানের চারজন, হাটহাজারীর তিনজন, লোহাগাড়ার তিনজন, সন্দ্বীপের তিনজন, আনোয়ারার দুইজন, সাতকানিয়ার দুইজন, ফটিকছড়ির দুইজন, বাঁশখালীর দুইজন, পটিয়ার দুইজন, চন্দনাইশের একজন, মিরসরাইয়ের একজন, রাঙ্গুনিয়ার একজন ও বোয়ালখালীর একজন রয়েছেন।
এর আগে, মঙ্গলবার ১৮৮, সোমবার ১০৭, রোববার ২০৬, শনিবার ১৮২, শুক্রবার ২৭৭, বৃহস্পতিবার জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯১ হাজার ৩৮০ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ২৮৭ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৫ হাজার ৬৬৭ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬২ জন। এর মধ্যে নগরীর ৭৩৪ জন ও উপজেলার ৬২৮ জন রয়েছেন।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।