রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
spot_img
Homeএই মুহুর্তেফিরলেন না সামিনা

ফিরলেন না সামিনা

প্রাইম ডেস্ক »

লাইফ সাপোর্টে নিয়েও বাঁচানো গেল না সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া চট্টগ্রামের ডা. সামিনা আক্তারকে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে রিকশায় করে বাসায় ফেরার সময় চট্টগ্রামের এসএস খালেদ সড়কের রেডিসন ব্লু’র সামনে সিএনজি অটোরিক্সার ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান ডা. সামিনা আক্তার। একটি দ্রুতগামী সিএনজি অটোরিকশা সামিনাকে বহনকারী রিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

সামিনার মাথা থেকে পা পর্যন্ত পাওয়া আঘাতগুলো বেশ মারাত্মক ছিল। এর মধ্যে মাথার আঘাত খুবই গুরুতর ছিল। এক দফা অপারেশন করা হলেও সামিনার অবস্থার কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। পরে তাকে বুধবার (১৬ ফেব্রুয়ারি) লাইফ সাপোর্টে নেওয়া হয়।

ওই ঘটনার পর পুলিশ সিএনজি অটোরিকশাটি আটক করে। ঘটনার পর পর পালিয়ে গেলেও পরে সেই সিএনজিচালক সিদ্দিকুর রহমানকেও আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। এ ঘটনায় ডা. সামিনার বড় ভাই বাদি হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়