রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
spot_img
Homeএই মুহুর্তে গৃহস্থালি পণ্যের চালানে পিস্তল-বুলেট

 গৃহস্থালি পণ্যের চালানে পিস্তল-বুলেট

প্রাইম ডেস্ক »

ইতালি থেকে গৃহস্থালি পণ্যের চালানের আড়ালে আনা দুটি ৮ এমএম পিস্তল ও ৬০টি কার্তুজ বুলেট উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টমস। চালানটি থেকে আরো দুটি খেলনা পিস্তলও উদ্ধার করা হয়।
রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে গৃহস্থালী পণ্যের কার্টন খুলে এসব বিদেশি অস্ত্রের সন্ধান পান চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তারা।
কাস্টমস সূত্রে জানা যায়, ইতালির রোম থেকে রাজীব বড়ুয়া নামের এক বাংলাদেশী প্রবাসী এ চালানটি পাঠান। চট্টগ্রামের সিজিএস কলোনির কামরুল হাসান বরাবর এ চালানটি পাঠানো হয়।
চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার মোহাম্মদ সালাহউদ্দিন রেজভী বলেন, ‘চালানটিতে ড্রিল মেশিন, কাচের গ্লাস, সাবান, চকলেট, ছুরি, ফ্রাইপ্যান, লোশন, লেডিস ব্যাগ, হ্যান্ড ব্যাগ, আইরন ও মাল্টিপ্লাগসহ বিভিন্ন গৃহস্থালি পণ্য ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চালানটি পরীক্ষা করে বিশেষভাবে লুকানো অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে সন্দেহভাজন অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়