বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
spot_img
Homeচট্টগ্রামমহানগরবিএসসির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

বিএসসির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

প্রাইম ডেস্ক »

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) গাফিলতির অভিযোগ এনে ইউক্রেনে হামলার শিকার এমভি বাংলার সমৃদ্ধি যুদ্ধকালীন ওই দেশে পাঠানোর বিষয়টি তদন্তের জন্য দাবি জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ)।

আজ শুক্রবার বেলা ১১টায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাখাওয়াত হোসাইন।

প্রকৌশলী শাখায়াত হোসাইন বলেন, ‘১৮০ মিটারের দীর্ঘ বাল্ক ক্যারিয়ার এমভি বাংলার সমৃদ্ধি তুরস্ক থেকে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলিভিয়া বন্দরের জলসীমায় নোঙর করে। দুর্ভাগ্যবশত গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের যুদ্ধপরিস্থিতি উদ্ভূত হলে অলিভিয়া বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত হয়ে যায় এবং জাহাজটি ২৯ জন নাবিক নিয়ে ওখানেই নোঙর করা অবস্থায় আটকা পড়ে।

পরে লিখিত বক্তব্যে তিনি চার দফা দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, সহসাধারণ সম্পাদক মো. ইফতেখার আলম ও প্রকৌশলী মো. গোলাম জিলানি উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

যেসব পরিকল্পনার কথা জানালেন ড. ইউনূস

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

যেসব পরিকল্পনার কথা জানালেন ড. ইউনূস

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

‘ফরগেট মি নট’ নিয়ে ফারুকীর বার্তা