বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
spot_img
Homeচট্টগ্রামমহানগরচট্টগ্রামে ১৯ হাজার ইয়াবা উদ্ধার

চট্টগ্রামে ১৯ হাজার ইয়াবা উদ্ধার

প্রাইম ডেস্ক »

চট্টগ্রামে ১৯ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।  র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১১ টার দিকে র‌্যাব-৭ এর একটি দল বাঁশখালী এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।

আটককৃতরা হলেন- সাতকানিয়া কেওচিয়া নিজাম উদ্দিনের পুত্র মোক্তার হোসেন (২২) এবং দক্ষিণ ঢেমশার আক্তার হোসেনের পুত্র রাসেল (২২)। পরে তাদের দেয় তথ্যের ভিতিবততে ট্রাকের নিচের অংশে এয়ার ক্লিনার বক্সের ভিতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫৭ লক্ষ টাকা।

জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তি র‌্যাবকে জানায়, তারা দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা কক্সবজার এবং চট্টগ্রামসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রয় করে।
র‌্যাব আরও জানায়, তাদেরকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

অতি দ্রুত একটি জাতীয় নির্বাচন দরকার

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়