প্রাইম ডেস্ক »
কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় পাঁচ ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের আরো চার সদস্য। সকালে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারায় তারা। একই সঙ্গে পরিবারের পাঁচ সদস্যকে হারিয়ে বাকরুদ্ধ স্বজন ও এলাকাবাসী।
কক্সবাজারের চকরিয়া উপজেলার হাসিনাপাড়া এলাকার সুরেশ চন্দ্র শীল ১০ দিন আগে মারা গেছেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্য সুরেশের সাত ছেলে ও দুই মেয়ে মঙ্গলবার ভোরে স্থানীয় একটি মন্দিরে যান। সেখান থেকে নয় ভাইবোন একসঙ্গে বাড়ি ফিরছিলেন। পথে পিকআপের ধাক্কায় একসঙ্গে নিহত হয়েছেন পাঁচ ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, মন্দিরের আনুষ্ঠানিকতা শেষ করে নয় ভাইবোন একসঙ্গে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালসংলগ্ন রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কায় পাঁচ ভাই নিহত হন। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলা অংশের মালুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় জড়িত চালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।