রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪
spot_img
Homeএই মুহুর্তেসহজ হল স্মল ক্যাপ কোম্পানির শেয়ার কেনা-বেচা

সহজ হল স্মল ক্যাপ কোম্পানির শেয়ার কেনা-বেচা

প্রাইম ডেস্ক »

পুঁজিবাজারে ক্ষুদ্র ও মাঝারী কোম্পানির (এসএমই) প্ল্যাটফরমে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার কেনা-বেচা করার শর্ত শিথিল করা হয়েছে। এখন থেকে পুঁজিবাজারে ২০ লাখ টাকা বিনিয়োগ থাকলেই সংশ্লিষ্ট বিনিয়োগকারী স্মল ক্যাপিটাল বোর্ডের যে কোনো কোম্পানির শেয়ার কিনতে পারবেন। এছাড়া এই বাজারে লেনদেনের জন্য নিবন্ধন করতে কোনো ফি দিতে হবে না।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

এতদিন স্মল ক্যাপ বোর্ডে শেয়ার কেনার জন্য একজন বিনিয়োগকারীর মূলবাজারেকমপক্ষে ৫০ লাখ টাকার বিনিয়োগ থাকতে হতো।

মুখ থুবড়ে পড়া স্মল ক্যাপ বোর্ডকে সচল করার লক্ষ্যে বিএসইসি এই বোর্ডে বিনিয়োগের শর্ত শিথিল করেছে বলে জানা গেছে।

এতদিন স্মল ক্যাপ বোর্ডে লেনদেনের জন্য আগ্রহী বিনিয়োগকারীকে ফি দিয়ে স্টক এক্সচেঞ্জ থেকে নিবন্ধন নিতে হত। নিবন্ধনের শর্ত বহাল রাখা হলেও এর ফি তুলে দেওয়া হয়েছে। ফলে আগামীতে নিবন্ধনের জন্য বিনিয়োগকারীদেরকে কোনো টাকা দিতে হবে না।

উল্লেখ, স্মল ক্যাপ বোর্ডে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগ তুলনামূলক ঝুঁকিপূর্ণ হওয়ায় এই বোর্ডে লেনদেনে বাড়তি কিছু শর্ত আরোপ করা হয়। এই বোর্ডে বিনিয়োগ সবার জন্য উন্মুক্ত নয়। বিদ্যমান বিধি অনুসারে, মূল বাজারে নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ থাকলেই কেবল সংশ্লিষ্ট বিনিয়োগকারী স্মল ক্যাপ বোর্ডে বিনিয়োগের জন্য যোগ্য (Eligible) বিবেচিত হবেন। এত দিন পর্যন্ত ‘যোগ্য বিনিয়োগকারী’ (Eligible Investor) হওয়ার জন্য মূল বাজারে কমপক্ষে ৫০ লাখ টাকার বিনিয়োগ থাকতে হতো, যা কমিয়ে ২০ লাখ টাকা করা হয়েছে বিএসইসির জারি করা নির্দেশনায়।

নির্দেশনা অনুসারে, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) প্রতি মাস পর পর যোগ্য বিনিয়োগকারীদের তথ্য দুই স্টক এক্সচেঞ্জকে সরবরাহ করবে। আর সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জ এই তথ্য অনুসারে স্বয়ংক্রিয়ভাবে যোগ্য বিনিয়োগকারীদের নিবন্ধন ও তালিকা হালনাগাদ করবে।

দেশের স্বল্পমূলধনি কোম্পানিগুলোকে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করার সুযোগ দিতে স্টক এক্সচেঞ্জে স্মল ক্যাপিটাল প্ল্যাটফরম চালু করা হয়েছে, যেটি এসএমই প্ল্যাটফরম নামে পরিচিত। গত বছরের ১০ জুন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই প্ল্যাটফরম প্রথম চালু হয়। আর প্রথম কোম্পানি হিসেবে এই বোর্ডে তালিকাভুক্ত হয় নিয়ালকো অ্যালয়েস।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়