প্রাইম ডেস্ক »
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) চারটি দেশি-বিদেশি কোম্পানির সঙ্গে ইজারা চুক্তি করেছে।
চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের (বিএসএমএসএন) বেপজা অর্থনৈতিক অঞ্চলে (ইজেড) কারখানা স্থাপনের জন্য ৫০ মিলিয়ন ডলার অর্থাৎ ৪৩০ কোটি টাকা বিনিয়োগ করবে কোম্পানিগুলো।
প্যাকেজিং টুল, গার্মেন্টস, গার্মেন্টস অ্যাকসেসরি, ক্যাম্পিং আইটেম এবং জুতার অ্যাকসেসরি তৈরি করবে তারা।
শ্রীলঙ্কান কোম্পানি ইউনিভোগ গার্মেন্টস, মার্কিন কোম্পানি ক্যাম্পেক্স (বিডি) লিমিটেড, চীনা কোম্পানি ফেংকুন কম্পোজিট ম্যাটেরিয়াল কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশি কোম্পানি টেক্সট্রিম লেবেলস (বিডি) লিমিটেড-এর সাথে জমি ইজারা চুক্তি স্বাক্ষর করে বেপজা।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীতে অবস্থিত বেপজা সদর দপ্তরে এই চুক্তি সাক্ষর হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
৬৩ হাজার ২৭১ বর্গমিটারের প্রায় ১৮টি প্লট বরাদ্দ দেওয়া হবে কোম্পানিগুলোকে।