প্রাইম ডেস্ক »
বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের জন্য ইস্পাহানিকে টাইটেল স্পন্সর হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই দুই দল প্রথমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। যা আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। ওয়ানডে সিরিজ শেষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।
এবারের ঘরের সিরিজের নাম ‘ইস্পাহানি বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ-২০২২ পাওয়ারড বাই ওয়ালটন।’
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের লোগো উন্মোচন করা হয়।
বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু, টাইটেল স্পন্সর ইস্পাহানি লিমিটেডের জেনারেল ম্যানেজার (মার্কেটিং), ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিএমও মোঃ ফিরোজ আলম, টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিং রাইট হোল্ডার ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের খন্দকার আলমগীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের তিনটি ওয়ানডে হবে আগামী ২৩, ২৫ এবং ২৮ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচ শুরু সকাল ১১টয়।
এরপর দুই ম্যাচের টি-টোয়েন্টি খেলার জন্য ঢাকায় ফিরবে বাংলাদেশ ও আফগানিস্তান। মিরপুর শেরে বাংলাদেশ স্টেডিয়ামে টি-টোয়েন্টি দু’টি হবে ৩ ও ৫ মার্চ। ম্যাচগুলো শুরু হবে বিকেল ৩টায়।