বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
spot_img
Homeএই মুহুর্তে২৭ ফেব্রুয়ারি থেকে বিমানের অনলাইন টিকিটিং আবার চালু

২৭ ফেব্রুয়ারি থেকে বিমানের অনলাইন টিকিটিং আবার চালু

 

আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনলাইন টিকিটিং আবার চালু হচ্ছে।নতুন প্যাসেঞ্জার সার্ভিস সলিউশন ‘সেবরের’ মাধ্যমে সাময়িকভাবে বন্ধ থাকা অনলাইন টিকিটিং, বুকিং, চেক-ইন, ওয়েব সার্ভিসের মতো সেবা আবার চালু করতে যাচ্ছে বিমান।

ফলে যাত্রীরা আবারও বিমানের ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে টিকিট কেনাসহ অন্যান্য সুবিধা পাবেন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান এ তথ্য জানিয়েছে।

বর্তমান পিএসএস ‘সিটা’ থেকে তথ্য ভাণ্ডার ‘সেবর’-এ স্থানান্তরের জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি বিকেল ৩টা ৪৫ থেকে রাত ৩টা পর্যন্ত প্রায় সাড়ে ১১ ঘণ্টা বিমানের সব চ্যানেল থেকে টিকিট বুকিং, রিজার্ভেশন ও টিকেট ইস্যু সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিশেষ ব্যবস্থায় এই সময়েও সিডিউল অনুযায়ী এয়ারপোর্টের চেক-ইনসহ বিমান পরিবহন সংক্রান্ত কার্যক্রম যথারীতি চালু থাকবে এবং সব ফ্লাইট যথাসময়ে গমন ও প্রত্যাবর্তন করবে।

২৭ ফেব্রুয়ারি সকাল থেকে যথারীতি বিমানের সব সেলস সেন্টার, বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত সেলস এজেন্টের মাধ্যমে রিজার্ভেশন ও টিকিটিংয়ের স্বাভাবিক কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়