প্রাইম ভিশন ডেস্ক »
অর্থনৈতিকভাবে দুর্বল ব্যাংকগুলোতে গ্রাহকরা চাহিদামতো টাকা পেতে শুরু করেছেন জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, সংকটে থাকা ব্যাংকগুলোকে ২২ হাজার কোটি টাকার বেশি ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী রোববার থেকে গ্রাহকরা তাদের প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী টাকা পাবেন। গ্রাহকদের বলব, আপনাদের টাকা নিরাপদ। টাকা ফেরত পাওয়া নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। এ চিন্তা আমাদের।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তবে একসঙ্গে সব গ্রাহককে বিশ্বের কোনো ব্যাংক টাকা দিতে পারে না এমন মন্তব্য করে গভর্নর বলেন, সবার যৌক্তিক চাহিদা অনুযায়ী টাকা ব্যাংকগুলোতে পাওয়া যাবে। এখন একসঙ্গে গিয়ে একজন একশো কোটি টাকা তুলতে গেলে তো পাবে না…।
তিনি বলেন, আমি আগে বলেছিলাম, টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে সহায়তা দেওয়া হবে না। আগের সে অবস্থান থেকে সাময়িক পিছিয়ে এসেছি। ৬টি ব্যাংকে ২২ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে। তবে এ টাকা বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে বাজার থেকে তুলে নেওয়া হবে, যাতে মূল্যস্ফীতি না বাড়ে। সংকুলানমুখী মুদ্রানীতি অব্যাহত থাকবে।