শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪
spot_img
Homeবাণিজ্যএলপিজির দাম কমলো ১০৪ টাকা

এলপিজির দাম কমলো ১০৪ টাকা

প্রাইম ভিশন ডেস্ক »

ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির প্রতিটি সিলিন্ডারের দাম ১০৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১ হাজার ৪৩৯ থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়ালো এক হাজার ৩৩৫ টাকা।

বিইআরসির বিজ্ঞপ্তি অনুসারে, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি ১০৪ টাকা ২৬ পয়সা ও মূসকসহ মূল্য প্রতি কেজি ১১১ টাকা ২৬ পয়সায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ মূল্য ১ হাজার ৩৩৫ টাকায় সমন্বয় করা হয়েছে।

গত বছর টানা পাঁচ দফায় এলপিজির দাম বাড়েছে। এ কারণে গত বছর আলোচনায় ছিল এলপিজি। এ বছর জানুয়ারি মাসে ৫০ টাকা কমিয়ে এলপিজির দাম ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করেছে সরকার। ফেব্রুয়ারি মাসে ৬২ টাকা দাম বাড়ানো হয়েছে। মার্চ মাসে দাম বাড়িয়ে ১ হাজার ৩৯১ টাকা এবং এপ্রিল মাসে দাম বাড়িয়ে ১ হাজার ৪৩৯ টাকায় নির্ধারণ করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়