বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪
spot_img
Homeবাণিজ্যগ্রিন কন্টেইনার টার্মিনাল নির্মাণকাজের উদ্বোধন

গ্রিন কন্টেইনার টার্মিনাল নির্মাণকাজের উদ্বোধন

চট্টগ্রামে দেশের প্রথম পরিবেশবান্ধব গ্রিন কন্টেইনার টার্মিনালের নির্মাণকাজের উদ্বোধন করেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামের সামনের জমিতে মাটি কেটে নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।

বাংলাদেশ রেলওয়ের প্রায় ৩০ একর জমিতে মাল্টিমডাল গ্রীন কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা হবে। প্রকল্পটিতে সম্পূর্ণ বিনিয়োগ করছে সাইফ পাওয়ার গ্রুপ। উদ্বোধনের পর রেলমন্ত্রীর সামনে টার্মিনালের আর্থিক, বাণিজ্যিকসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, উন্নত বিশ্বে রেলওয়ে একটি লাভজনক প্রতিষ্ঠান। কিন্তু আমাদের দেশের রেলওয়েকে সরকার থেকে ভর্তুকি নিয়ে চলতে হয়। স্বাধীনতার পর রেলওয়েকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে জাতির জনক বেশকিছু পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু ৭৫- এর পর তা বন্ধ হয়ে যায়। বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেসব পদক্ষেপ বাস্তবায়নের নির্দেশ দেন। আয়ের উৎস বাড়াতে কন্টেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) গঠন করেছে রেলওয়ে। রেলওয়ের পরিত্যক্ত জমিতে সাইফ লজিস্টিকস অ্যালায়েন্স লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে মাল্টিমডাল কন্টেইনার টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত হয়। রেলওয়ে নিজ সম্পদ কাজে লাগিয়ে নতুন নতুন কাজ সৃষ্টি করতে পারলে সরকারকে আর ভর্তুকি দিতে হবে না; বরং বাংলাদেশ রেলওয়ে হবে একটি লাভজনক প্রতিষ্ঠান।

রেলমন্ত্রী আরো বলেন, বর্তমানে বছরে ৩২ লাখ টিইইউ কন্টেইনার হ্যান্ডলিং করে চট্টগ্রাম বন্দর। এর মাত্র ৫ শতাংশ কন্টেইনার রেলওয়ের মাধ্যমে পরিবহন হয়। এটি ১০-১৫ শতাংশে উন্নীত করতে হবে। এর ফলে সড়কপথের উপর চাপ কমবে। রেলওয়েরও অতিরিক্ত রাজস্ব আদায় হবে। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) মো. জাহাঙ্গীর হোসেন, কন্টেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক বেলাল হোসেন, সাইফ পাওয়ার গ্রুপের পরিচালক ও সাইফ লজিস্টিকস অ্যালায়েন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল সাইফ প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়