রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
spot_img
Homeএই মুহুর্তেশিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পক্ষে পরামশর্ক কমিটি

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পক্ষে পরামশর্ক কমিটি

প্রাইম ডেস্ক »

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পক্ষে মত দিয়েছে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামশর্ক কমিটি ।
আজ রাতে করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা যায়, মন্ত্রণালয় চাইলে উল্লেখিত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া যেতে পারে।

এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানাতে আগামীকাল ১৭ ফেব্রুয়ারি বৃহষ্পতিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা এসময় উপস্থিত থাকবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
উল্লেখ্য, দেশে করোনা ভাইরাস সংক্রমণের কারণে গত ২১ জানুয়ারি থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়