প্রাইম ডেস্ক »
করোনাভাইরাস সংক্রমণের কারণে আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী জুন মাসে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা আগস্ট মাসে অনুষ্ঠিত হবে।
রোববার (২০ ফেব্রুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা বলা হয়েছে।
চিঠি থেকে আরো জানা যায়, এসএসসি ও এইচএসসি পরীক্ষার তিন পত্রের সিলেবাস আরো সংশোধন করা হয়েছে।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশের বিষয়ে জানিয়ে সব প্রতিষ্ঠান প্রধানকে চিঠিটি পাঠায় ঢাকা শিক্ষাবোর্ড।
চিঠিতে বলা হয়, ২০২২ সালের এসএসসি পরীক্ষা জুনে এবং এইচএসসি আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০২২ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা ২য় পত্র, ইংরেজি ১ম ও ২য় পত্র বিষয়ের পাঠ্যসূচি অধিকতর পরিমার্জন করে পুনর্বিন্যাস করেছে।
সাধারণত প্রতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা এপ্রিলের শুরুতে আরম্ভ হয়ে থাকে।