বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
spot_img
Homeবিনোদনবাংলা গানে নারগিস ফাখরি

বাংলা গানে নারগিস ফাখরি

প্রাইম ডেস্ক »

প্রথমবারের মতো বাংলাদেশের কোনো গানে মডেল হয়েছেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি। ‘মনেরই খবর’ শিরোনামের গানটির কথা ও সুর কৌশিক হোসেনের। গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী লুইপা ও শামিম হাসান। আজ ভালোবাসা দিবস উপলক্ষে টিএম রেকর্ডসের নতুন এ গানটি প্রকাশিত হয়েছে।

নারগিস ফাখরির সঙ্গে গানটিতে মডেল হয়েছেন আসিফ আজিম। ক্ল্যাসিকাল ঘরানার রোমান্টিক এ গানের ভিডিওটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ। গানের স্টাইলিং ও প্রযোজনা করেছেন ফারজানা মুন্নী।

গানটি প্রসঙ্গে সংগীতশিল্পী লুইপা বলেন, “ভালোবাসা দিবসে এমন একটি ভালোবাসার গান শ্রোতাদের সামনে উপস্থাপন করতে পারবো, কখনো ভাবিনি। কিছু কিছু গান থাকে যে গানগুলো শুনলেই মনে হয়, এ গান যদি আমি গাইতে পারতাম, এটি তেমনই একটি গান”।

শামিম হাসান বললেন, ‘গানটি যখন তৈরি হচ্ছিল ঐ বিশেষ মুহূর্তটির সাক্ষী আমি ছিলাম। ভাবতেই পারিনি আমার কণ্ঠেই গানটি তুলে দিবেন শ্রদ্ধেয় তাপস ভাই। আমার মতে এটি যুগ যুগ টিকে থাকার মতো একটি গান। শ্রোতাদেরও তেমনই ভালো লাগবে বলে আশা করছি।”

টিএম রেকর্ডসের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়