প্রাইম ডেস্ক »
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বলিউডের বিখ্যাত ডিজাইনার মনিশ মালহোত্রা নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সুহানার একাধিক ছবি। যেখানে সুহানাকে দেখা গেছে ডিজাইন করা শাড়ির মডেলিং করতে।
মনিশের পোস্ট যেন সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। লাল শিফনের শাড়ি পরা সুহানার ছবি পোস্ট করে মনিশ লিখেছেন— ‘সুহানা’। তার সঙ্গে লাল হৃদয় ও আগুনের ইমোজি।
যেন বলতে চাইছেন, এবার পর্দায় আসছেন সুহানা খান। বলিউডের নায়িকাদের প্রিয় শিফন শাড়ির সাজে আরও সুন্দর দেখাচ্ছে সুহানাকে। ছবি দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
সুহানার ছবিতে মা গৌরি খান কমেন্ট করেছেন। তিনি লিখেছেন— ‘লাল এটা, দারুণ লাগল মনিশ’। লাল শাড়ির সঙ্গে রুপার কানের ঝুমকা এবং সবুজ ছোট্ট টিপে একেবারে নায়িকাদের মতোই দেখাচ্ছে সুহানাকে। তবে কি অভিনয়ে এবার পা রাখার পালা?
আরেক তারকা সন্তান এবার বলিউডের নতুন নায়িকা রূপে ধরা দিতে চলেছেন?
মনিশের ছবি দেখে অনেকেই এমন প্রশ্ন করেছেন। যদিও সিনেমায় কবে দেখা যাবে তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে গ্ল্যামারের দুনিয়ায় পা রেখে ফেললেন সুহানা।
শাহরুখ-গৌরির দ্বিতীয় সন্তান সুহানা। তাদের আরও দুই ছেলে রয়েছে আরিয়ান ও আব্রাহাম। প্রথম থেকে অভিনয়ের প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে সুহানার। অভিনেত্রী হতে চান বলে জানিয়েছেন তিনি। এবার ধীরে ধীরে সেই পথেই এগোচ্ছেন শাহরুখকন্যা।