বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
spot_img
Homeবিনোদনযশের নায়িকা নুসরাত ফারিয়া

যশের নায়িকা নুসরাত ফারিয়া

প্রাইম ডেস্ক »

ঢাকাই সিনেমার গ্ল্যামারাস নায়িকা নুসরাত ফারিয়া। তার অভিষেক হয়েছিল ২০১৫ সালের যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে। এরপর ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার আরো কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে।
এবার পূর্ণাঙ্গভাবে কলকাতার সিনেমায় অভিনয় করছেন নুসরাত ফারিয়া। তার বিপরীতে আছেন নায়ক যশ দাশগুপ্ত। খবরটি নায়িকা নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয়ার মাধ্যমে নিশ্চিত করেছেন।

সিনেমার নাম ‘রকস্টার’। এটি পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ। সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশের শাপলা মিডিয়ার অঙ্গপ্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। শোনা যাচ্ছে, ‘রকস্টার’ মূলত ভারতে মুক্তি পাবে। পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে ‘রকস্টার’ সিনেমার শুটিং। ক্ল্যাপ বোর্ডের ছবি দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, নুসরাত ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘শাহেনশাহ’ সিনেমায়। এটি মুক্তি পেয়েছিল ২০২০ সালে। এরপর একাধিক সিনেমায় কাজ করলেও কোনোটি মুক্তি পায়নি। তবে উপহার দিয়েছেন মিউজিক ভিডিও। নিজের কণ্ঠে গান গেয়ে এ পর্যন্ত তিনটি গান প্রকাশ করেছেন ফারিয়া। সেগুলো ব্যাপক সাড়াও পেয়েছে।

অন্যদিকে যশকেও সর্বশেষ ২০২০ সালে বড় পর্দায় দেখা গিয়েছিল। সিনেমার নাম ‘এসওএস কলকাতা’। গত এক বছর যাবত তিনি ব্যক্তিগত জীবনে ব্যস্তার মধ্যে আছেন। অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে সংসার শুরু করেছেন, আবার সন্তানের বাবাও হয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

‘ফরগেট মি নট’ নিয়ে ফারুকীর বার্তা

নতুন নিয়োগ পাওয়া ৮ ডিসির নিয়োগ বাতিল

এইচএসসি ও সমমানের ফলাফল যেভাবে হতে পারে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

যেসব পরিকল্পনার কথা জানালেন ড. ইউনূস

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

‘ফরগেট মি নট’ নিয়ে ফারুকীর বার্তা

১৭৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক-এডিবি