বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪
spot_img
Homeবিনোদনকার সঙ্গে প্রেম করছেন রাশমিকা

কার সঙ্গে প্রেম করছেন রাশমিকা

প্রাইম ডেস্ক »

আগে সবাই ‘জাতীয় ক্রাশ’ বলে চিনলেও দর্শক তাকে আপাতত চিনছেন ‘শ্রীবল্লী’ নামে। সুপারহিট সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ এর সুত্রে ‘শ্রীবল্লী’ হয়ে উঠেছেন তিনি। বলছি দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানার কথা।
টানটান উত্তেজনায় ভরা এই অ্যাকশন ছবিতে ‘পুষ্পা’ অর্থাৎ অল্লু অর্জুনের প্রেমিকা তিনি। চর্চার খোরাক জোগাচ্ছে দু’জনের রসায়ন। এ তো গেল সিনেমার কথা। কিন্তু বাস্তবে কাকে মন দিলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকা?

সহ-অভিনেতা বিজয় দেবারাকোন্ডার সঙ্গে তার প্রেমের গুঞ্জন নতুন নয়। দু’জনে জুটি বেঁধেছেন ‘ডিয়ার কমরেড’, ‘গীত গোবিন্দম’-এর মতো প্রেমের ছবিতে।

বলা হয়, সময়ের সঙ্গে পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবেও। একসঙ্গে জিমে যাওয়া থেকে চুপি চুপি শহর ছাড়া— বিজয়-রাশমিকার সব কীর্তিকলাপ নিয়েই চর্চা। সম্পর্ক নিয়ে দুই তারকাই যদিও এখনও পর্যন্ত স্পিকটি নট।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রশ্মিকা বলেছেন, আমার কাছে ভালবাসা মানে একে অপরকে সম্মান করা এবং সময় দেওয়া। ভালবাসার মানুষের সঙ্গে সুরক্ষিত বোধ করা যায়। ভালবাসা এমন একটা অনুভূতি যা ভাষায় বোঝানো সম্ভব নয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়