শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
spot_img
Homeবিনোদনকাজলের নতুন ঠিকানা

কাজলের নতুন ঠিকানা

প্রাইম ডেস্ক »

বরাবরই বেছে বেছে সিনেমা করেন কাজল। বছরে একাধিক ছবি করার পক্ষে নন তিনি। সম্প্রতি নতুন ছবি সালাম ভেঙ্কির শুটিং শুরু করলেন কাজল। এক সাক্ষাৎকারে কাজলের কাছের বন্ধু করণ জোহর বলেছিলেন যে, কাজল নাকি সবসময় সস্তার জিনিস খোঁজেন। এই স্বভাব তার বরাবরই।
কপিল শর্মা শোয়ে এসে কাজল নিজেই বলেছিলেন ফ্রি-তে পাওয়া জিনিস তার খুব ভালো লাগে। আর দরাদরি করা নাকি যেকোন ভারতীয়র জন্মগত অধিকার। তাই যেকোন জিনিস কিনতেই তিনি দরাদরি করেন।

তাকে বন্ধুরা কৃপণ বললেও কাজল এবার এক মাসে ১১কোটি ৯৫ লাখ টাকা খরচ করে ফেললেন।

জানুয়ারি মাসেই মুম্বাইয়ে অভিজাত এলাকা জুহুতে একসঙ্গে দুটি অ্যাপার্টমেন্ট কেনেন কাজল। দশ তলায় অবস্থিত ২০০০ স্কোয়ার ফিটের এই অ্যাপার্টমেন্টের মূল্য ১১ কোটি ৯৫ লাখ টাকা। অ্যাপার্টমেন্ট দুটি রেজিস্টার হয়েছে কাজলের নামে।

বর্তমানে জুহুতে অজয় দেবগন ও কাজলের বাংলো। পাশাপাশি আন্ধেরির হিরানন্দানিতেও কাজলের একটি ফ্ল্যাট রয়েছে, যেটি ভাড়া দেওয়া আছে। সেই ফ্ল্যাট থেকে প্রতি মাসে ৯০ হাজার টাকা ভাড়া পান কাজল।

এ সম্পর্কিত আরও পড়ুন

চবিতে ১০ জন ছাত্রীকে বহিষ্কার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

সৌদি-মালয়েশিয়াগামী কর্মীদের জন্য কমলো বিমানের ভাড়া

চবিতে ১০ জন ছাত্রীকে বহিষ্কার