প্রাইম ডেস্ক »
বলিউড অভিনেত্রী- প্রযোজক এবার ছবি তৈরি করছেন বাবা প্রকাশ পাড়ুকোনকে নিয়ে। দীপিকার বাবা একজন সাবেক ব্যাডমিন্টন তারকা। ব্যাডমিন্টন খেলায় বাবার সাফল্য, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে টানাপোড়নের দৃশ্য পর্দায় ফুটিয়ে তুলবেন দীপিকা। সম্প্রতি ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই এ কথা জানিয়েছেন।
স্বামী রণবীর সিংহের ছবি ‘৮৩’-র সহ-প্রযোজক ছিলেন দীপিকা। তার মতে, ভারতীয় ক্রিকেট দল প্রথম বিশ্বকাপ জেতার আগে প্রকাশ বিশ্বের দরবারে পৌঁছেছিলেন ব্যাডমিন্টন নিয়ে। দীপিকার ভাষায়, ‘৮৩ সালে ক্রিকেট বিশ্বকাপ জেতার আগেই বাবা বিশ্বের মানচিত্রে ভারতকে তুলে ধরেছিলেন। তিনি ১৯৮১ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন’।
খেলোয়াড় প্রকাশের সংগ্রাম প্রসঙ্গে দীপিকা বলেন, ‘বাবা যদি এখনকার খেলোয়াড়দের মতো সুযোগ পেতেন, তা হলে হয়তো আরও ভাল খেলতে পারতেন।”
প্রকাশের চরিত্রে দেখা যাবে কাকে? এ বিষয়ে এখনও যদিও কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।
দীপিকাকে সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিও ফিল্ম গেহরাইয়ানে দেখা গেছে, সেখানে তিনি সিদ্ধান্ত চতুর্বেদী এবং অনন্যা পান্ডের সাথে স্ক্রিন শেয়ার করেছেন। দীপিকাকে পরবর্তীতে শাহরুখ খানের সাথে ‘পাঠান’, হৃতিক রোশনের সাথে ‘ফাইটার’, প্রভাসের সাথে ‘প্রজেক্ট কে’ এবং অমিতাভ বচ্চনের সাথে’ দ্য ইন্টার্নে’র হিন্দি সংস্করণে দেখা যাবে। ছবি : ইন্ডিয়ান এক্সপ্রেস