বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
spot_img
Homeবিনোদনকাজলের আসল সংসার!

কাজলের আসল সংসার!

প্রাইম ডেস্ক »

হঠাৎ করেই বলিউড অভিনেত্রী কাজল বললেন, অজয় নয় তিনি আসলে অন্য একজনের সঙ্গেই যেন বেশি বিবাহিত। শুনে আপনার চোখ কপালে উঠতে পারে, ভাবতে পারেন কই কোনোদিন তো কাজল-দেবগনের সংসারে হাড়ি ঠোকাঠুকির শব্দও শুনিনি। তবে এমন কথা কেনো বলছেন কাজল, আসলে কী হয়েছে?
তবে চিন্তিত হওয়ার কারণ নেই, শাশুড়ির প্রতি ভালোবাসা জানাতেই এমন কথা বলেছেন কাজল।

শাশুড়ি বীণা দেবগনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কাজল ইন্সটাগ্রাম পোস্টে লিখেছেন, কোনো পুরুষকে বিয়ে করা মানে শুধু তার সঙ্গেই গাঁটছড়া বাঁধা নয়, তার গোটা পরিবারই জীবনের সঙ্গে জড়িয়ে যায়। সেই মানুষটার জন্য শুভেচ্ছা, যিনি সব সময়ে আমার পাশে থেকেছেন। অনেকবার মনে হয়েছে, আমার স্বামী নয়, আমি তার সঙ্গেই বেশি বিবাহিত। সেই অসাধারণ নারী, আমার শাশুড়ি বীণা দেবগানের জন্মদিনটা খুব ভাল কাটুক।

‘বাজিগর’ থেকে ‘তানহাজি’; তিন দশকের চঞ্চল উজ্জ্বল ক্যারিয়ারে একের পর এক সফল ছবিতে কাজ করেছেন কাজল। অজয় দেবগানের সঙ্গে তিনি সংসারটাও চুটিয়ে করছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর

জয়েন্টের ব্যথা এড়ানোর তিন টিপস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

সারাদেশে বিভিন্ন স্থানে ভাঙচুর

ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর