বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
spot_img
Homeবিনোদনশাহরুখের নয়া লুক নিয়ে তুলকালাম

শাহরুখের নয়া লুক নিয়ে তুলকালাম

প্রাইম ডেস্ক »

শনিবার থেকে হঠাৎই শাহরুখ খানের ছবিতে সোশ্যাল মিডিয়ার টাইমলাইন ভরে উঠেছে। সিনেমা থেকে ব্যক্তিগত জীবন শাহরুখ খান সারাবছরই ইন্টারেনেট সেনসেশন। তাকে ঘিরে নানা খবরই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। তবে এবার বিশেষ কোনো খবর নয়, সোশ্যাল সাইটে ভাইরাল শাহরুখের ছবি।
কালো সাদা লম্বা চুল, মুখে কাঁচা পাকা দাঁড়ি, মুহূর্তে ভাইরাল কিংখানের ছবি। সল্ট পিপার লুক এমনিতেও ট্রেন্ডিং। অমিতাভ বচ্চন থেকে শুরু করে হালফিলের নেহা ধুপিয়া, তারকারা অনেকেই সল্ট পিপার লুককে নিজের স্টাইল স্টেটমেন্ট বানিয়ে ফেলেছেন। এবার সেই তালিকায় নতুন নাম শাহরুখ খান।

বাদশার নতুন লুকে চমকে যায় তার ফ্যানেরা। কারোর মতে ‘এই লুকে আরো বেশি রোমান্টিক লাগছে’ প্রিয় তারকাকে, কেউ আবার বলেছেন, ‘সিংহ বুড়ো হয়ে গেলেও সিংহই থাকে’, আরেক নেটিজেন লিখেছেন, ‘একজন নায়কের রাতারাতি এ লুক নিতে গেলে সাহস লাগে।

আসলে ভাইরাল এই ছবি একেবারেই সত্যি নয়। একটি পুরনো ছবিকে এডিট করেছে শাহরুখের এক ফ্যান। অনেকদিনই ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেন না শাহরুখ খান। তাই তার ফ্যানেরাই সেই দায়িত্ব নিয়ে নিয়েছে প্রায়।

শাহরুখের পুরনো ছবি এডিট করতে শুরু করেছে বলে মতামত নেটিজেনদের। আসলে এটি শাহরুখের একটি পুরনো ছবি। ফটোগ্রাফার ডাব্বু রতনানির ক্যালেন্ডারের জন্য ছবিটি শুট করেছিলেন কিং খান। সেই ছবির ওপরেই কেরামতি করেছেন এক ফ্যান।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়