বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
spot_img
Homeবিনোদনএবার হলিউডে আলিয়া

এবার হলিউডে আলিয়া

প্রাইম ডেস্ক »

এবার হলিউডে পা রাখছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। হলিউডের ‘দ্য হার্ট অব স্টোন’ ছবিতে কাজ করবেন তিনি।

সেখানে তার সহ-অভিনেতা ‘ওয়ান্ডার ওম্যান’ গ্যাল গ্যাডট এবং ‘ফিফটি শেডস’ খ্যাত জেমি ডরনান। খবর আনন্দবাজার পত্রিকার।

পেশাগত জীবনের সেরা সময় পার করছেন এ বলিউডকন্যা। পর পর দুটি সফল ছবির পর তার ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ বক্স অফিসে ১০০ কোটি ছুঁই ছুঁই।

এবার বলিউড পেরিয়ে হলিউডেও নিজের নৈপুণ্যের ছাপ রাখতে চলেছেন মহেশকন্যা।

গোয়েন্দা ঘরানার ছবিটি পরিচালনা করবেন টম হার্পার। নেটফ্লিক্স এবং স্কাইড্যান্সের ছাতার নিচে তৈরি হতে চলেছে আলিয়ার প্রথম হলিউড ছবি।

নেটফ্লিক্সের পক্ষ থেকে প্রথম জানানো হয় ভারতীয় অভিনেত্রীর হলিউড পাড়ির কথা। আলিয়া নিজেও ইনস্টাগ্রামের মাধ্যমে এ খবর দিয়েছেন অনুরাগীদের।

বলিউডের প্রিয়াংকা চোপড়াও বর্তমানে হলিউড দাপিয়ে বেড়াচ্ছেন। এ ছাড়া ঐশ্বরিয়া রাই বচ্চন, অনিল কাপুরের মতো ভারতীয় তারকারাও বিদেশের ছবিতে কাজ করার ডাক পেয়েছেন একাধিকবার।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়