সোমবার, অক্টোবর ৭, ২০২৪
spot_img
Homeবিনোদনপরীমণির বিরুদ্ধে মাদক মামলা চলবে

পরীমণির বিরুদ্ধে মাদক মামলা চলবে

প্রাইম ডেস্ক »

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মাদক মামলার কার্যক্রমের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান মঙ্গলবার এ স্থগিতাদেশ দেন।

গত ১ মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা ওই মামলার কার্যক্রমের ওপর তিন মাসের স্থগিতাদেশসহ রুল জারি করেন। এ মামলা কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চান হাইকোর্ট। ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ থেকে আপিল করা হয়।

মঙ্গলবার আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। পরীমণির পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না।

গত ৫ জানুয়ারি ঢাকার ১০ বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলাম পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। ১ মার্চ বিচারিক আদালতে এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়