রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
spot_img
Homeবিনোদনবন্ধুসহ প্রাণ হারালেন দক্ষিণী সিনেমার নায়িকা

বন্ধুসহ প্রাণ হারালেন দক্ষিণী সিনেমার নায়িকা

প্রাইম ডেস্ক »

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা গায়ত্রী ওরফে ডলি ডি ক্রুজ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। হায়দরাবাদের গাচিবৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গায়ত্রীর বয়স হয়েছিল ২৬ বছর। অন্তর্জালে তার অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছেন।

খবরে বলা হয়েছে, হলি উদযাপনের পর বন্ধু রাঠোরের সঙ্গে শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন গায়ত্রী। রাঠোর গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে আঘাত হানে গাড়িটি। ঘটনাস্থলেই নিহত হন চিত্রনায়িকা গায়ত্রী। অন্যদিকে রাঠোরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তিনিও মারা যান। এ ছাড়া এ দুর্ঘটনায় ৩৮ বছর বয়সি এক পথচারী নারীও মারা গেছেন।

গায়ত্রীর আসল নাম ডলি ডি ক্রুজ। ইউটিউবার হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি। তার ইউটিউব চ্যানেলের নাম জলসা রায়ুডু। সিনেমা ছাড়াও ওয়েব সিরিজে কাজ করেছেন। কাজ করেছেন বহু তামিল সিনেমায়।

এ সম্পর্কিত আরও পড়ুন

বিয়ে করলেন সোহেল তাজ

হঠাৎ আলোচলায় দীপিকা-কঙ্গনা

অটোতে করে সাইফকে হাসপাতালে নিয়ে যান ইব্রাহিম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়