প্রাইম ডেস্ক »
স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ২০১২ সালে ‘ভালোবাসার রং’ সিনেমা নির্মাণের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে প্রতিষ্ঠানটি। এ সিনেমার মাধ্যমে চিত্রনায়িকা হিসেবে অভিষেক হয় মাহিয়া মাহির। তারপর এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আত্মপ্রকাশ করেন- নুসরাত ফারিয়া, পূজা চেরি, ফারিন, জলি প্রমুখ। এবার এ তালিকায় যুক্ত হলেন নবাগত মাহা।
জাজ মাল্টিমিডিয়া তাদের অফিশিয়াল ফেসবুক পোস্টে মাহাকে দর্শকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তাতে জানানো হয়- জাজের নতুন নায়িকার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। তার নাম জাকিয়া কামাল মুন। ডাক নাম মাহা। তার পর্দার নাম জাকিয়া মাহা। এমবিবিএস সম্পন্ন করেছেন তিনি।
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পাপ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হবে মাহার। এটি পরিচালনা করছেন সৈকত নাসির। গত ১৬ মার্চ থেকে এ সিনেমার শুটিং শুরু হয়েছে। এতে চিত্রনায়ক রোশানের নতুন লুক নেটিজেনদের নজর কেড়েছে। সিনেমাটিতে রোশানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন মাহা।