রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
spot_img
Homeবিনোদনভারতের ‘দিদি নাম্বার ওয়ান’ চ্যাম্পিয়ন বাংলাদেশি নারী

ভারতের ‘দিদি নাম্বার ওয়ান’ চ্যাম্পিয়ন বাংলাদেশি নারী

প্রাইম ভিশন ডেস্ক »

ভারতীয় চ্যানেল জি বাংলার জনপ্রিয় গেম শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর নবম মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী সিঁথি সাহা।

বৃহস্পতিবার সন্ধ্যায় জি বাংলায় দেখানো হয়েছে সেই পর্বটি। বরাবরের মতো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।

অন্যদেশের গেম শোতে চ্যাম্পিয়ন হয়ে কেমন লাগছে সে প্রশ্নে সিঁথি সাহা বলেন, ‘বাংলাদেশের একজন নারী হিসেবে এটি আমার জন্য অবশ্যই অনেক সম্মানের। রচনা দিদি স্টেজে আমার যেভাবে প্রশংসা করছিলেন, শুনে বাঙালি হিসেবে আমার বুক ভরে গেছে। আমি ভাবতেই পারিনি যে আমি জিততে পারব। কারণ, অনুষ্ঠানে আরও তিনজন বাঘা প্রতিযোগী ছিলেন। ’

গত মার্চ মাসে অনুষ্ঠানটিতেই আমন্ত্রণ পেয়েছিলেন সিঁথি সাহা। কিন্তু ভিসা–জটিলতার কারণে সেবার তিনি অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।

আর এবার যোগ দিয়েই বাজিমাত করলেন। সিঁথি বলেন, ‘জি বাংলা থেকে গত মাসে আমাকে আমন্ত্রণ জানানো হয়। ভারতীয় ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। নতুন ভিসা করে চলতি মাসে অনুষ্ঠানটির নবম সিজনে অংশ নিয়েছি।’

সম্প্রতি কলকাতার সিনেমায় গান করেছেন সিঁথি সাহা। রাজ দীপ পরিচালিত সেই ছবির নাম ‘বনবিবি’।

এ সম্পর্কিত আরও পড়ুন

বিয়ে করলেন সোহেল তাজ

হঠাৎ আলোচলায় দীপিকা-কঙ্গনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়