রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত

প্রাইম ডেস্ক »

চট্টগ্রাম- কাপ্তাই সড়কের রাউজান অংশে লেগুনা ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রকৌশলী পাপন বড়ুয়া (৪০) নিহত হয়েছেন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কাপ্তাই সড়কের নোয়াপাড়া ইউনুছ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পাপন বড়ুয়া চট্টগ্রামের পিএইচপির কোল্ড রোলিং মিলের মেকানিক্যাল বিভাগের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

রাউজান থানার এসআই ইসমাইল হোসেন জানান, চট্টগ্রাম কাপ্তাই রাস্তার মাথা থেকে পাপন বড়ুয়া সিএনজি অটোরিকশায় করে রাউজানের বাগোয়ান ইউনিয়নের নিজ গ্রামে যাচ্ছিলেন। এ সময় ইউনুছ ফিলিং স্টেশনের সামনে লেগুনার সঙ্গে সিএনজি অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাপন বড়ুয়া ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

তিনি আরো জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। জব্দ করা হয়েছে দুর্ঘটনাকবলিত লেগুনা ও সিএনজি অটোরিকশাটিকে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়