বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
spot_img
Homeএই মুহুর্তেইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের পোল্যান্ডে নেয়া হচ্ছে

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের পোল্যান্ডে নেয়া হচ্ছে

প্রাইম ডেস্ক »

রাশিয়ার সেনাবাহিনীর হামলার পর ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের পোল্যান্ডে নেয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ইতালি ও জার্মানি থেকে দূতাবাসের কর্মকর্তারা পোল্যান্ডে গেছেন। সরকারের হিসাব মতে ইউক্রেনে প্রায় পাঁচ শতাধিক বাংলাদেশি আছে। তাদের পোল্যাল্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরো বলেন, ইউক্রেন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। কোনো পক্ষের প্রতি সমর্থন নেই ঢাকার। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান আশা করছি আমরা।

প্রতিমন্ত্রী বলেন, ইউক্রেন থেকে পোল্যান্ডে গেলে বাংলাদেশিরা ‘অন অ্যারাইভাল ভিসা’ পাবেন। আর পোলান্ডে বাংলাদেশিদের দু’সপ্তাহ অবস্থানের খরচ বহন করবে সরকার। পোল্যান্ডে যাওয়ার দু’সপ্তাহের মধ্যে তাদের দেশে ফেরানো হবে।

ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের পোল্যান্ড সীমান্তে চলে যাওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী জানান, ইউক্রেনে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি। পোল্যান্ড থেকে তাদের দেশে ফেরাতে চাটার্ড বিমান পাঠানোর চেষ্টা করছে সরকার।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কারণে রূপপুর পারমাণবিক প্রকল্পের চলমান কাজে কোনো ব্যঘাত ঘটবে না বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ইউক্রেনে সংঘাতের কারণে দেশের অর্থনীতিতে প্রভাব পড়ার মতো সময় এখনো আসেনি।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কারণে রূপপুর পারমাণবিক প্রকল্পের চলমান কাজে কোনো ব্যঘাত ঘটবে না বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

যেসব পরিকল্পনার কথা জানালেন ড. ইউনূস

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া