বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
spot_img
Homeএই মুহুর্তেপাহাড়ে জেএসএসকর্মীকে গুলি করে হত্যা

পাহাড়ে জেএসএসকর্মীকে গুলি করে হত্যা

প্রাইম ডেস্ক »

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) এক কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার বেলা ১১টার দিকে রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মংসিং শৈ মারমা (৪০)। তিনি স্থানীয় নিসামং মারমার ছেলে। মংসিং শৈ মারমা পাহাড়ে কবিরাজের কাজ করতেন। এ ছাড়া পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে ঘরের বাহিরে বসে থাকা অবস্থায় পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাশ উদ্ধারে ঘটনাস্থলে গেছেন।

রোয়াংছড়ি থানার ওসি আব্দুল মান্নান জানান, অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করে একজনকে হত্যা করেছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এবং কারা জড়িত বিষয়টি নিশ্চিত নয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

সারাদেশে বিভিন্ন স্থানে ভাঙচুর

ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর