প্রাইম ডেস্ক »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিয়মিত শিডিউলে ট্রেন চালুর দাবিতে প্রধান ফটক তালা দেয়ার পরিপ্রেক্ষিতে ছয়টি বাস চালুর ঘোষণা দিয়েছে প্রশাসন।
রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ৬টি বাস চালুর ঘোষণা দেয় প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, আমরা শিক্ষার্থীদের আন্দোলন ও দুর্ভোগের কথা মাথায় রেখে ছয়টি বাস চালুর ঘোষণা দিয়েছি। প্রতিদিন চট্টগ্রাম নগরীর বটতলী রেলস্টেশন এলাকা থেকে দুই নম্বর গেইট হয়ে সকাল সাড়ে ৭টায় দুটি বাস বিশ্ববিদ্যালয়ে আসবে। একই পথ অনুসরণ করে দুপুর আড়াইটায় ২টা বাস ও সন্ধ্যা সাড়ে ৫টায় ২টা বাস শহরের উদ্দেশ্য ছেড়ে যাবে।
জানা যায়, গত ২৬ জানুয়ারি থেকে মাইলেজ ইস্যুতে কর্মবিরতিতে যায় লোকো মাস্টাররা। এতে করে সারাদেশের রেল যোগাযোগ স্থবির হয়ে পরে। লোকো মাস্টার সংকটে রেলওয়ে কর্তৃপক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন জোড়া শাটল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে দুইদিনের মাথায় লোকো মাস্টাররা আন্দোলন স্থগিত করলে ফের স্বাভাবিক হয়ে যায় সারাদেশের রেল যোগাযোগ। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চালু হয়নি গত একমাসেও। এর আগে অনিবার্য কারণ দেখিয়ে গত নভেম্বর মাস থেকে বন্ধ রাখা হয় দুই জোড়া ডেমু ট্রেন।